ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৯:১৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৯:১৫:১১ অপরাহ্ন
চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা ছবি:সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের অধিনায়কত্বে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল।
দীর্ঘদিন পর আবারো অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তাকে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় এই দায়িত্ব পেলেন তিনি। 

এবারের স্কোয়াডে চমক বলতে একমাত্র ক্রিকেটার রিপন মণ্ডল। ২১ বছর বয়সী এই পেসার বাংলাদেশের যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটও খেলছেন তিন বছর ধরে।এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ ৩৮টি এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২টি। ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন রিপন মণ্ডল। সে হিসেবে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। তবে মূল দলের হয়ে এখনও পর্যন্ত অভিষেক হয়নি তার। এবারই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন রিপন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ