ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ট্রাম্পের যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৯:৪২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৯:৪২:৫৫ অপরাহ্ন
ট্রাম্পের যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনও শান্তিচুক্তি ইউক্রেন গ্রহণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন কিয়েভের কর্তা।  

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হওয়া উচিত, তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির মাধ্যমেই সম্ভব। শুধু একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলেও জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

কয়েকটি কাগজ আর স্বাক্ষরে মস্কোর সাথে সংঘাত শেষ করা যাবে না। যুদ্ধ চিরস্থায়ী হতে পারে না, শান্তি হওয়া উচিত স্থায়ী ও নির্ভরযোগ্য বলে, বলেছেন তিনি। যুদ্ধের প্রায় তিন বছরে ইউক্রেন ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছে। ৪৩,০০০ সৈন্য নিহত এবং ৩৭০,০০০ আহত হয়েছে বলে যোগ করেন তিনি।

জেলেনস্কি এক্সে মঙ্গলবার ভোরে একটি পোস্টে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ কর- এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্যারিসে বৈঠকের সময়, আমরা ঠিক এই বিষয়েই আলোচনা করেছি।

আসন্ন মার্কিন প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি সমর্থনের মাত্রা নিয়ে কিয়েভের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন করেছিলেন।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, আমেরিকা এমন কিছু অর্জন করতে সক্ষম, যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ করতে হলে আমাদের প্রয়োজন একতা- আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের সকল দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়। তিনি আরও বলেন, পুতিন শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, আমেরিকা এমন কিছু অর্জন করতে সক্ষম, যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ করতে হলে আমাদের প্রয়োজন একতা—আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের সকল দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়। তিনি আরও বলেন, পুতিন শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়।

এর আগে ‘অনেক জীবন অকারণে নষ্ট হচ্ছে’ উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, তার প্রশাসন সম্ভবত ইউক্রেনের জন্য সহায়তা কমিয়ে দেবে। সেই সঙ্গে দ্রুত এই সংঘাতের সমাধান করতে সক্ষম বলেও দাবি করেছেন ট্রাম্প। যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের কথায়, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনা শুরু হওয়া উচিত।

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করেছেন, তিনি ক্ষমতায় একবার আসলে ‘২৪ ঘন্টায়’ প্রায় তিন বছরের সংঘাতের নিষ্পত্তি করবেন, যা ইউক্রেনের মধ্যে শঙ্কা জাগিয়েছে, এই শান্তির বিনিময়ে দেশটিকে বিশাল এলাকা ছেড়ে দিতে হবে। ট্রাম্প রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়ে লিখেছেন, জেলেনস্কি একটি চুক্তি করতে ও পাগলামি বন্ধ করতে প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ