ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ফলাফল বর্জন করলেন লক্ষ্মীপুর-১ স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রাহমান পবন

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৭:৫৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৭:৫৯:১৬ অপরাহ্ন
ফলাফল বর্জন করলেন লক্ষ্মীপুর-১ স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রাহমান পবন ছবি:ভয়েস প্রতিদিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী ফলাফল বর্জন করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। 
আজ রবিবার ৭ জানুয়ারি সন্ধ্যায় ৬ টায় ফলাফল ঘোষণার ঠিক পুর্ব মুহুর্তে হাবিবুর রহমান পবন তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে এ ঘোষণা দেন। 

ফেসবুক লাইভে দেখা যায় হাবিবুর রহমান পবন রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানের সামনে গিয়ে বলেন, এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। গত দুই তারিখ থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে আমি জাতীর কাছে তুলে ধরবো এবং মানানীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আমি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করালাম। 

ফেসবুক লাইভে বক্তব্য রাখার মুহুর্তে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনকে উদ্দেশ্যে করে বলেন, আপনি বসুন-এখনো ফলাফল ঘোষণা করা হয়নি।
এর কিছুক্ষণ পরে তিনি সাংবাদিক সম্মেলনের ডাক দিলেও সাংবাদিক সম্মেলন না করে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ত্যাগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ