নতুন মামলায় আনিসুল হক-শাহজাহান ওমরসহ ৮ জন গ্রেফতার
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১১-১২-২০২৪ ১১:৫৭:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৪ ১১:৫৭:৩১ পূর্বাহ্ন
রাজধানীর ছয় থানার পৃথক আট মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অন্যরা হলেন- সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার নাসির হোসেন ও কাফরুল থানার মো. আব্দুল হান্নান হত্যা মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় শমসের মবিন, বনানী থানার হত্যাচেষ্টা মামলায় শাহজাহান, নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মুহিবুল হক, হাতিরঝিল থানার আল আমিন হত্যা মামলায় টিপু, মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় ফারুক খান, কাফরুল থানার রাব্বি মাদবর হত্যা মামলায় জিয়াউল আহসান এবং কাফরুল থানার রাব্বি মাদবর ও আব্দুল হান্নান হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স