ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৮:৫৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন
দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি:সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরও সুসংহত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এবারের নির্বাচন একটি যুগান্তকারী ঘটনা। নির্বাচন নিয়ে আগে কখনও এত আগ্রহ দেখিনি। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এটা জনগণের বিজয়।

সোমবার গণভবনে নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 

তিনি বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা ছিল। তবু কখনও দমে যাইনি। নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সেটা প্রমাণ হয়েছে। গণতন্ত্র আরও সুরক্ষিত হয়েছে।

‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য। এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।’


নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু-কন্যা।

তিনি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করেছি নির্বাচন সুষ্ঠু করার। সেভাবেই নির্বাচনের সব প্রক্রিয়া সংস্কার করেছি। নির্বাচন কমিশন আইন করা, ইসিকে সাবলম্বী করাসহ যাবতীয় ব্যবস্থা নিয়েছি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচন ভয় পায়, কারণ তাদের জনসমর্থন থাকে না।’

গেজেট দেওয়ার পর সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠন হবে বলে জানান আওয়ামী লীগ প্রধান।
 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম দেশগুলোর কাছ থেকে বরাবরই আমরা সহযোগিতা পেয়ে আসছি। আমাদের পররাষ্ট্রনীতি হলো- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলবে।’

তিনি বলেন, ‘নোবেলজয়ী ড. ইউনূস শ্রম আইন লঙ্ঘন করায় দণ্ডিত হয়েছেন। নিজ প্রতিষ্ঠানের কর্মীরা তার বিরুদ্ধে মামলা করেছেন। এখানে সরকারের করার কিছু নেই।’
 

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে।’

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য নিজের, পরিবার ও দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন। আমাদের দেশটা অনেক সুন্দর।’


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ