ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চাইলেও রাজাকারের তালিকা করা সম্ভব নয়: উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৯:০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৯:০৮:২৯ পূর্বাহ্ন
চাইলেও রাজাকারের তালিকা করা সম্ভব নয়: উপদেষ্টা ছবি:সংগৃহীত

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা রাজাকারের তালিকা করা সম্ভব নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি।

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, রাজাকারের তালিকার ব্যাপারে মন্ত্রণালয়ে আমি কোনো ফাইল পাইনি। এখনো আমার কাছে আসেনি। সচিব মহোদয় বলছেন মন্ত্রণালয়ের কাছে রাজাকারের তালিকার কোনো কপি, কোনো নথি নেই। তাই রাজাকারের তালিকা চাইলেও করা যাবে না।

তিনি বলেন, রাজাকারের তালিকার মতো মুক্তিযোদ্ধার তালিকাও করা যাচ্ছে না। বাস্তবকে অস্বীকার করে আমরা কিছুই করতে পারবে না। ৫০ বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে, না আছে- কার কাছ থেকে কী নথি পেয়ে আমরা এগুলো করবে। এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ