ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব ও ইনকাম ট্যাক্স বিডির উদ্যোগে আয়কর তথ্য মেলা ও ট্যাক্স রিটার্ন সেবা
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১২-১২-২০২৪ ১২:০০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১২-২০২৪ ১২:০০:০১ অপরাহ্ন
ছবি:ভয়েস প্রতিদিন
করদাতাদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব এবং ইনকাম ট্যাক্স বিডির যৌথ উদ্যোগে ঢাকার উত্তরা ফাউন্ডার্স কমিউনিটি ক্লাবে আয়কর তথ্য মেলা ও ট্যাক্স রিটার্ন সেবার আয়োজন করা হয়েছে।
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত এই মেলায় করদাতারা বিনামূল্যে আয়কর এবং আয়কর রিটার্ন সম্পর্কিত বিভিন্ন তথ্য এক্সপার্টদের কাছ থেকে জানতে পারবেন।
মেলায় অংশগ্রহণকারী করদাতাদের সুবিধার্থে থাকবে ফ্রি তথ্য সেবা, যার মাধ্যমে তারা যেকোনো প্রশ্নের উত্তর পাবেন এবং তাদের কর বিষয়ক জটিলতা দূর করতে সাহায্য করা হবে।
মেলায় করদাতাদের জন্য থাকছে:
ট্যাক্স প্ল্যানিং: কীভাবে আয়কর সঠিকভাবে পরিকল্পনা করা যায়, সে সম্পর্কে দিকনির্দেশনা।
ট্যাক্স কমপ্লায়েন্স: কর আইন ও নিয়মাবলী মেনে চলার পদ্ধতি।
ট্যাক্স ডকুমেন্টেশন: প্রয়োজনীয় নথি প্রস্তুত ও সংরক্ষণে পরামর্শ।
এই আয়োজনে করদাতারা সরাসরি এক্সপার্টদের সাথে কথা বলার সুযোগ পাবেন, যা তাদের কর বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করবে।
ফাউন্ডার্স কমিউনিটি ক্লাব এবং ইনকাম ট্যাক্স বিডি বিশ্বাস করে, এই উদ্যোগ দেশের কর ব্যবস্থাকে আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেলায় অংশগ্রহণ করতে এবং কর বিষয়ে বিনামূল্যে সেবা নিতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স