ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

দিনাজপুর- ৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন লাগাতার অষ্টমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফুলেল শুভেচ্ছায় সিক্ত

অমর চাঁদ গুপ্ত অপু ফুলবাড়ী, দিনাজপুর।
আপলোড সময় : ০৯-০১-২০২৪ ১১:৫৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৪ ১১:৫৩:৫৪ অপরাহ্ন
দিনাজপুর- ৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন লাগাতার অষ্টমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফুলেল শুভেচ্ছায় সিক্ত ছবি:ভয়েস প্রতিদিন
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে লাগাতার অষ্টমবারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। তিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অধিষ্ঠিত।

গত সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দিনাজপুরের ফুলবাড়ীস্থ মন্ত্রী মার্কেটের চতুর্থতলায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানায় আমরা কবর জয় সমাজ কল্যাণ সংস্থা নামের সামাজিক ও মানবিক সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ-সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহারিয়া আসিফ দিনার, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিস সরকার সনজু, সদস্য মোসলেম উদ্দিন প্রমুখ।

এছাড়াও নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে অসংখ্য নেতা-কর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ প্রাণের নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন নিত্যদিন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ