ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:৪৭:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ১২:৪৭:২১ অপরাহ্ন
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।

গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।এদিকে অন্যান্য দিন সকালে সূর্য উঠার পর ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিকে।

এসময় খানিকটা তাপমাত্রা বাড়ে। তবে দুপুরের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়ে যায় শীতের দাপট। এরপর রাতভর ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জনপদ। সকাল ৯টা পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষিশ্রমিকসহ খেটে খাওয়া মানুষ পড়েন দুর্ভোগে।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ