ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সিলেটে চলছে জামায়াতের কর্মী সম্মেলন, লোকে লোকারণ্য আলিয়ার মাঠ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০২:৪৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০২:৪৩:৩৩ অপরাহ্ন
সিলেটে চলছে জামায়াতের কর্মী সম্মেলন, লোকে লোকারণ্য আলিয়ার মাঠ ছবি:ভয়েস প্রতিদিন
সিলেটে চলছে সরকারি আরিয়া মাদ্রাসার মাঠে জামায়াতের কর্মী সম্মেলন। লোকে লোকারণ্য হয়ে পড়েছে সভাস্থল। শুক্রবার সকাল ১০টার দিকে আলিয়া মাঠে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে তিনি সিলেটে এসে পৌঁছেছেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব  জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষে সিলেট আলিয়া মাদরাসা মাঠ প্রস্তুতি ছিলো ব্যাপক। বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা। সম্মেলন সফল করতে উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রম ছিলো। সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন। জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে আলিয়া মাদরাসা মাঠে কর্মী সম্মেলন করে ছিল জামায়াত। এরপর ২০০৯ সালে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জামায়াতের ব্যানারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছিল। এতে পপ্রধান অতিথি ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এছাড়া ওই জনসভায় শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলাওয়ার  হোসাইন সাঈদীসহ জামায়াতের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। এরপর থেকে বিএনপির সাথে জোটগতভাবে আলিয়া মাদরাসা মাঠে জনসভা করলেও জামায়াতের ব্যানারে কোনো সম্মেলন বা জনসভা হয়নি। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে। দেড় যুগ পর আমরা আলিয়া মাদরাসার মাঠে কর্মী সম্মেলন করতে পেরেছি এই স্বার্থকতা।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ