ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

​চারঘাটে মাদক মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিপু গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৫২:৫২ অপরাহ্ন
​চারঘাটে মাদক মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিপু গ্রেফতার ছবি:ভয়েস প্রতিদিন
চারঘাট (রাজশাহী) মোঃ শফিকুল ইসলাম 

রাজশাহীর চারঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিপু সুলতানকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়,শুক্রবার গভীর রাতে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুরিয়া গ্রামে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযান পরিচালনা চালিয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই আব্দুল রাজ্জাক,মুক্তার হোসেন,এএসআই মালেক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎ পেতে থাকলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিপু সুলতানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো উপজেলার বাদুরিয়া গ্রামের মৃত মাইনুল হকের ছেলে টিপু সুলতান (৩৩)।এব্যাপারে  চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মাদককারবারী মামলার টিপু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। খবর পেয়ে তাকে গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ