ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৮:৫০ অপরাহ্ন
হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ ছবি:ভয়েস প্রতিদিন
মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের পৃথক ৪টি স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার এবং নারী শিশু সহ ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় ও মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো, এসময় সিলেট গ্রামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় কাভার্ড ভ্যানের চালক-হেলপার ও বাস চালক সহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তার একটু পর-ই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেও চালক ও হেলপার আহত হয়েছেন। এদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি ও ফায়ার সার্ভিসের সামনে পৃথক দুটি স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

এসময় বাস ও ট্রাকে আটকা পড়া চালক ও হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গাড়িগুলো রাস্তা থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে, কোথাও কেউ মারা যায়নি।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, মহাসড়কের বাগানবাড়ি, ফায়ার সার্ভিসের সামনে এবং চলিতাতলা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়।পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ