কোম্পানীগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০৯:২১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৯:২১:৩৯ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে আতাউর রহমান আতা নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতাউর রহমান পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃত বশির মিয়ার ছেলে।পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায় নি। সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ঘটনাস্থলে আছি। ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে, নাকি দুর্ঘটনা তা তদন্ত করে জানা যাবে।’
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স