কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা,নিহত তিন
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৫-১২-২০২৪ ০২:৪১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১২-২০২৪ ০২:৪১:১৭ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহরের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।তিনি জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স