ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন: হাবিব উন নবী

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৯:৫৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৯:৫৩:০৭ অপরাহ্ন
শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন: হাবিব উন নবী ছবি:সংগৃহীত
নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

রোববার (১৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাবিব উন নবী খান বলেন, ক্ষমতার নেশায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। শুধু এ কারণের জন্য শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত।তিনি বলেন, অন্যের দিকে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। না হলে কিন্তু ওই আঙুল কেটে দেব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। দেশের জনগণ যদি একবার ক্ষেপে যায়, যদি লড়াইয়ে নামে কোনো অপশক্তি কিন্তু সামনে টিকবে না।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে এক্স সদস্যসচিব হাজী মোহাম্মদ ইসরাইল মিঞার সঞ্চালনায় সম্মেলনে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ