ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহত ৪৫ হাজার ছুঁই ছুঁই

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১০:০১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১০:০৪:৩২ অপরাহ্ন
গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহত ৪৫ হাজার ছুঁই ছুঁই ছবি:সংগৃহীত
ষোলো মাস পেরিয়ে গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন থামার নাম নেই এখন পর্যন্ত। সবশেষ ২৪ ঘণ্টার আপডেট অনুযায়ী, আরও অর্ধশতাধিক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণ ঝরে গেছে ইসরায়েলি বাহিনীর হামলায়। ফলে ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাটিতে নিহতের সংখ্যা এখন ৪৫ হাজার ছুঁই ছুঁই।শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এসব হামলায়। সঙ্গে আহত হয়েছেন অন্তত ১৭০ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এই ১৬ মাসে ইসরায়েলি হামলার শিকার হয়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৬ হাজার ৬২৪ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ১৬ মাসের আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা, যাদের বেশিরাভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম বিমান ও স্থল অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা, ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশেরও বেশি অবকাঠামো।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ