ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন: আন্দালিব রহমান পার্থ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:০৬:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:০৬:২৪ অপরাহ্ন
বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন: আন্দালিব রহমান পার্থ ছবি:সংগৃহীত
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, যদি বর্তমান সরকার এটি করতে চায়, তাহলে ১৭ মিনিটের মধ্যেই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য সময়ক্ষেপণ করা হয়, তবে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভাল ফল বয়ে আনবে না।

সোমবার সকালে রাজধানী ঢাকার বনানীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব সতর্কতা জানান। পার্থ বলেন, স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি এ দেশের মানুষ। ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কারই কাজে আসবে না। এসময় তিনি তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানান।

বিজেপি চেয়ারম্যান বলেন, ১৭ বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এই সুযোগকে আর নষ্ট হতে দেয়া যাবে না।পরে পার্থর নেতৃত্বে বিজয় দিবসের র‌্যালি বের হয়। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বনানী মাঠ হয়ে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ