বেরোবির বিজয় কনসার্টে গাঁজার আসর, আটক ৩
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৭-১২-২০২৪ ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৪ ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজয় কনসার্টের আয়োজন করে প্রশাসন। এতে ক্যাম্পাসের একদিকে গাঁজার আসর বসায় একদল শিক্ষার্থী। কনসার্ট চলাকালে ক্যাম্পাস থেকে গাঁজা সেবন করার সময় তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বাংলা রক ব্যান্ড ‘আভাস’র সংগীত শিল্পী ও বেরোবি লোক সংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’র শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকরা গাঁজা সেবন করতে থাকেন ও বিশৃঙ্খলা করার চেষ্টাও করেন তারা। পরে তাদের আটক করা হয়।
এছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবনকালে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে থানায় পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনে বিব্রত বোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শফিকুল ইসলাম শফিক নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারদিকে সিগারেটের ধোঁয়া, গাঁজার গন্ধ ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। অনুষ্ঠানে ১০% শিক্ষার্থী ছিল কি না সন্দেহ আছে। বাকিরা বহিরাগত। এসব কর্ম বিশ্ববিদ্যালয়ের মান খারাপ করছে।
কামরুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আজ অনুষ্ঠান দেখতে গিয়ে গাঁজার গন্ধে থাকতে পারিনি।
মোসলেমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিল। তাদের কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জাগো নিউজকে বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।
বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন জাগো নিউজকে বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan
কমেন্ট বক্স