ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

দীর্ঘ সময় বন্ধ থাকার পর রংপুরের শ্যামপুর সুগারমিল পুনরায় চালু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৯:১৪:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৯:১৪:২৩ অপরাহ্ন
দীর্ঘ সময় বন্ধ থাকার পর রংপুরের শ্যামপুর সুগারমিল পুনরায় চালু ছবি:সংগৃহীত
দীর্ঘ সময় বন্ধ থাকার পর রংপুরের শ্যামপুর সুগারমিল পুনরায় চালুর ঘোষণায় আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শ্রমিক-কর্মচারীরা।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের শ্যামপুরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় সুগার মিল চালুর ঘোষণা দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, রংপুরের একমাত্র ভারী শিল্পকারখানা শ্যামপুর সুগার মিলের সঙ্গে যুক্ত প্রায় ২ হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে আখ চাষিরাও।তবে অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় সুগার মিলটি চালুর ঘোষণায় প্রাণ ফিরে পেয়েছে মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় এক লাখ মানুষ। এ সময় সব আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত সুগার মিল চালুর দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ