জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৭-১২-২০২৪ ১০:০৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৪ ১০:০৭:৩৫ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
জনপ্রশাসন সংস্কার কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষার মাধ্যমে সুপারিশ করা হবে। পদোন্নতির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরীক্ষা নেওয়া হবে এবং প্রার্থীদের ন্যূনতম ৭০ নম্বর পেতে হবে।
কমিশন–প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হবে। বর্তমানে এ পদের ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ পদোন্নতি দেওয়া হয়।কমিশন আরও জানিয়েছে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির তালিকায় উপরের স্থানে স্থান পাবেন। এছাড়া, চাকরির ক্ষেত্রে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করার সুপারিশও করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স