ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:২২:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:২২:৪৩ অপরাহ্ন
বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ ছবি:সংগৃহীত
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা।

জানা গেছে, ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। বাবার নাম রেজাউল করীম।
 
এদিকে, ধরে নিয়ে যাওয়া যুবককে দেশে ফেরাতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।বিজিবি সূত্রে জানা গেছে, বিকেলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন কিশোর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ উপায়ে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে গেলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকা পাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ওয়াসিম নামে ওই কিশোরসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে ওয়াসিমকে ধরে নিয়ে যায় বিএসএফ। আমরা কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, আমরা সীমান্তবর্তী মানুষজনের মাঝে জনসচেতনামূলক সভা করছি। কেউ যাতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করে সেজন্য তাদের বোঝানো হচ্ছে। সীমান্তে সবর্দা বিজিবির টহল অব্যাহত থাকে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ