সাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা, নিষিদ্ধের দাবি মামুনুল হকের
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ১০:৫১:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ১০:৫১:২৩ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
তাবলীগ জামাতের সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন জুবায়েরপন্থি আলেমরা। একই সঙ্গে সংগঠনটির নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সাত জন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক এ দাবি জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সাদপন্থিরা সন্ত্রাসী বার্তা দিয়েছে মন্তব্য করে মামুনুল হক বলেন, জোবায়েরপন্থিরা কোনো বিশৃঙ্খলা চায় না। অনেকে এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলছেন। কিন্তু তা নয়। বরং সাদপন্থিরা আমাদের হতাহত করেছে। এই হত্যায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন বলেন, জোবায়েরপন্থিদের ইজতেমা অবশ্যই হবে। কিন্তু সাদপন্থিদের ইজতেমার আর কোনো সুযোগ নেই।বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীর অভিমুখে যে লংমার্চ কর্মসূচি ছিল তা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাকরাইলে মুরুব্বি আলেমদের সম্মেলন চলছে। সেখানে গিয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো যাবে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স