ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নতুন কর্মসূচি আসছে: বিএনপির

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-০১-২০২৪ ১০:১১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৪ ১০:১৩:০১ অপরাহ্ন
নতুন কর্মসূচি আসছে: বিএনপির
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নতুন কর্মসূচি নিয়েও ভাবা হচ্ছে। আমাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো আছে। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে।
 

নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে বলে জানিয়েছেন দলটি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘আমাদের দল এখনও বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নতুন কর্মসূচি নিয়েও ভাবা হচ্ছে। আমাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো আছে। তাদের সঙ্গে কথা বলার মতো অনেক বিষয় আছে। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে।’
 

বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দল এখন অবৈধ ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করে উদযাপন করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে কাজে লাগিয়ে সরকার অবৈধ ক্ষমতার স্বাদ নিচ্ছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এই আনন্দ-উৎসব একদিন তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সেদিন জনগণ বিজয়ী হবে। তাদের পরাজয় ও পতনের মধ্য দিয়ে জনগণের উৎসব হবে।

‘ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনও বৃথা যাবে না। ইতিহাস এর সাক্ষী। জনগণ পরাজিত হয় না। অশুভ শক্তি কিছু সময়ের জন্য মানুষের ঢেউকে আটকাতে পারে। কিন্তু তারা এটি থামাতে সক্ষম হবে না।’
 

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বর্তমানে দেশের কারাগারগুলো হিটলারের কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। বিরোধী দলের কারাবন্দি নেতা-কর্মীরা শ্বাসরুদ্ধকর পরিবেশে বাস করছেন।‘কারাগারে তাদের ওপর সর্বোচ্চ মাত্রার নিপীড়ন চালানো হয়েছে। তাদের সব মৌলিক মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে।’‘গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ কারাগারে মারা গেছেন। শেখ হাসিনার কারাগারকে হিটলারের কনসেনট্রেশন ক্যাম্পের নৃশংস নিপীড়নের সঙ্গে তুলনা করা যায়।’


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ