ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

দুঃখী সোহেলের মৌলিক গান

প্রকাশ পেলো দুঃখী সোহেলের 'প্রেম কাক্কুদের দখলে'

আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৬:৪৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৬:৪৩:৪২ অপরাহ্ন
প্রকাশ পেলো  দুঃখী সোহেলের 'প্রেম কাক্কুদের দখলে'
বিনোদন রিপোর্ট: প্রকাশ পেলো কণ্ঠশিল্পী দুঃখী সোহেলের কন্ঠের নতুন মৌলিক গান। গানটির শিরোনাম প্রেম কাক্কুদের দখলে। গানটি লিখেছেন ও সুর করেছেন দুঃখী সোহেল নিজেই। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন জনপ্রিয় কম্পোজার ইরফান টিপু। গানটি মিউজিক ভিডিও আকারে সিঙার দুঃখী সোহেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটির গল্প ও পরিচালনায় ছিলেন রাজ হৃদয়। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন রাজিব খন্দকার,মায়া ইসলাম ও আরিয়ান। এবং ক্যামেরায় ছিলেন মাসুম খান। রুপসজ্জা কারিগর হিসেবে ছিলেন মোঃ মেহেদী ও মিউজিক ভিডিওটি কালার এডিট করেছেন মাসুম খান। গানটির প্রসঙ্গে জানতে চাইলে কণ্ঠশিল্পী দুঃখী সোহেল বলেন,গানটির কথা ও সুর অসাধারণ, মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে,সবমিলিয়ে এটি একটি টিম ওয়ার্ক,আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে, সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ