চারঘাটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ জন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২০-১২-২০২৪ ০৭:৫০:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১২-২০২৪ ০৮:০৩:১০ অপরাহ্ন
ছবি:ভয়েস প্রতিদিন
চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় ৩টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু আহত হয়েছেন আরো ৫ জন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের চারঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার গৌরশহড়পুর এলাকার ইয়াকুব আলীর ছেলে প্রভাত আলী (৩২) ও হোসেন আলীর ছেলে দুলাল হোসেন (৫২) । আহতরা হলেন, পিরোজপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে সুজল আলী (১৭), একই এলাকার তহিদুল ইসলামের ছেলে আরজু রহমান (২৫), স্বাদীপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে সুমন আলী (২৪) ও মিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে তারেক রহমান (২২)। স্থানীয়রা আহত দের উদ্ধার করে সকলকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার দিক থেকে ৩টি মোটর সাইকেল যোগে নিহত ও আহত বাক্তিরা চারঘাটের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ৩টি মোটর সাইকেলের সম্মুখ মুখো মুখী সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল আরোহীরা রাস্তায় পড়ে গেলে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে বাঘার দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রভাত নামের একজন মোটর সাইকেল আরোহীকে মৃত ঘোষনা করেন। আহত অন্য ৫জন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরেন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স