ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বেরোবিতে বহিরাগত ধরা পড়লে ৩ দিনের জেল

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৩৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৩৯:০৮ অপরাহ্ন
বেরোবিতে বহিরাগত ধরা পড়লে ৩ দিনের জেল
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন ১৪ দিনের ছুটি চলছে। ছুটির সময় বহিরাগতদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে কোনো বহিরাগত ধরা পড়লে প্রাথমিকভাবে তিন দিনের জেল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টিকে সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সতর্কীকরণ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে বা রেজিস্ট্রার খাতায় কারণ লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি পাওয়া যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আপনারা জানেন বহিরাগতদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা লাগেই। তাছাড়া বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদকসেবন করে যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে। প্রশাসনের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।


এ বিষয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বলেন, নতুন নিয়ম করায় আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা (সাবেক) অনেকে লাইব্রেরিতে পড়তে যাই, কিন্তু এখন তারা আমাদের প্রবেশ করতে দিচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জাগো নিউজকে বলেন, ক্যাম্পাসে বহিরাগত ধরা পড়লে সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে প্রাথমিকভাবে তিন দিনের জেলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। আবাসিক হলগুলোতে অল্প সংখ্যক শিক্ষার্থী আছে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, সাবেক শিক্ষার্থীদের প্রবেশ করতে কোনো বাধা নেই। অনেক সময় আনসাররা তাদের আটকানোর খবর পাওয়া যাচ্ছে। আমি তাদের বলে দেবো যাতে সাবেক শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ