প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০৬:২৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০৬:২৭:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
আমি মোঃ মোতালেব কামারপাড়া,তুরাগ ঢাকা এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে,সম্প্রতি আমার নামে 'ভয়ংকর মাদক সন্ত্রাসী ফর্মা মোতালেব' শিরোনামে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করা হয় যা মনগড়া ও ভিত্তিহীন।
যেখানে বলা হয়েছে আমি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত অথচ আমি ব্যাক্তি জিবনে একটি সিগারেট পর্যন্ত খাইনি। এছাড়া রিপোর্টে আমার দশ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ সহ আলিশান বাড়ির ছবি সহ উল্লেখ করা হয় অথচ আমার বাবা মায়ের করা একটি টিনশেড এক কাঠার বাড়ি ছাড়া আমার অন্য কোন সম্পদ নেই।
এবং নিউজে দেয়া বাড়ির ছবিটি ও আমার নয়। এমতবস্থায় আমি দেশের একজন দেশের প্রচলিত আইন মান্যকারী ও একজন সুনাগরিক হিসেবে অত্র রিপোর্টের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ মোতালেব
কামারপাড়া,তুরাগ,ঢাকা।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স