ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আল্লুর কোলে উঠতে রাশমিকা ভয় পাচ্ছিলেন কেন?

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৮:২৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৮:৩১:১০ অপরাহ্ন
আল্লুর কোলে উঠতে রাশমিকা ভয় পাচ্ছিলেন কেন? ছবি:সংগৃহীত
‘পুষ্পা ২: দ্য রুল’ যেমন ভারতজুড়ে বক্সঅফিস কাঁপাচ্ছে তেমনি নেট দুনিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবিতে ‘পিলিং’ গানে রাশমিকা মান্দানা সাহসী নাচের দৃশ্য। তবে, নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙ্গিমার কথা শুনেই আঁতকে উঠেছিলেন।

কেন আঁতকে উঠেছিলেন দক্ষিণের এই লাস্যময়ী নায়িকা? সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। সম্প্রতি ইউটিউব চ্যানেলে গালাটা প্লাসে সমালোচক ভরদ্বাজ রঙ্গনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, ছবি মুক্তির কয়েক দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়।



তিনি বলেন, মাত্র পাঁচ দিনে গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এ গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে, এটা শুনেই চমকে গিয়েছিলাম।তারপর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম, কী হচ্ছে! আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে মনে হচ্ছে।

ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেন নায়ক। আর রাশমিকার নাকি কোলে উঠতেই ভয় করে। এনিয়ে তিনি বলেন, আমাকে কোলে তুললে সত্যি সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব।

রাশমিকা মান্দানা আরও যোগ করেন, কিন্তু আমি আমার ক্যারিয়ার দিয়ে বুঝেছি, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন, তা-ই করব। এর বাইরে আর কিছু চিন্তা করা যায় না।অভিনেত্রী বলেন, নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। শিল্পী হিসেবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় শুধু ডাকসাইটে নায়ক আল্লু অর্জুন নন, নায়িকা হিসাবে রাশমিকা মান্দানাও নজর কেড়েছেন এ ছবিতে। কারণ, প্রথম সিনেমার চেয়ে এ ছবিতে রাশমিকাকে অভিনয়ের বেশি জায়গা দেওয়া হয়েছে। ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে তাকে।গালাটা প্লাসে দেয়া সাক্ষাৎকারে রাশমিকা তার ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা- সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

রাশমিকা আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।



রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।অভিনেত্রীর প্রথম বিয়ে বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা।উল্লেখ্য, ২০১৬ সালে বড়পর্দায় অভিষেক হয় কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার। কন্নড় সিনেমা দিয়ে শুরু হলেও পরে নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা কমবেশি ভালো ব্যবসা করেছে। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেলো।
 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ