ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজার ধ্বংসস্তুপেই ফুটল বিয়ের ফুল

আপলোড সময় : ১৫-০১-২০২৪ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১২:৩০:২০ পূর্বাহ্ন
গাজার ধ্বংসস্তুপেই ফুটল বিয়ের ফুল সংগৃহীত
গাজায় চলছে চরম ইসরাইলি আগ্রাসন। তার মাঝে দাঁড়িয়েই বিয়ের পিঁড়িতে বসলেন গাজার নারী আফনান জিবরিল। হাসলেন প্রাণ খুলে। আত্মীয় স্বজনরাও ঘিরে রাখলো তাকে। আফনানের বাবা মোহাম্মদ জিবরিল বলেছেন, ‌‘আমরা সেই মানুষ, যারা মৃত্যু, হত্যা ও ধ্বংসের মাঝে দাঁড়িয়েও জীবনকে ভালোবাসে।’ পরিত্যক্ত স্কুলের একটি জীর্ণ কক্ষে ঝড়ো হয়েছিল আফনানের পরিবারের সদস্যরা। বর ও কনে-দুই পরিবারের মানুষেরা ইসরাইলের আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে। বরের বাবা বলেছেন, ‘এই অবস্থায় স্বাভাবিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। কোনোভাবেই করা যাচ্ছে না ঐতিহ্যবাহী উদযাপনও।’ ‘এরপরও বিয়ের পোশাক পাওয়া যাচ্ছে। যদিও তার দাম বেশ চড়া।’ ১৭ বছরের আফনান ২৬ বছরের মুস্তফা শামলাখের সাথে গাঁটছড়া বেঁধেছেন। আর সেই আয়োজন তারা স্মরণীয় করে রেখেছেন হেসে, নেচে-গেয়ে। কারণ, তারা জীবনের এমন ‍উপলক্ষ্য হেলায় খোয়াতে চান না। সূত্র: এএফপি

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ