সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক: আবুল কাশেম রুমন, সদস্য সচিব: তোফায়েল আহমদ
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০৯:১৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৯:১৬:৪২ অপরাহ্ন
ছবি:ভয়েস প্রতিদিন
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ জানুয়ারী ২০২৫ইং (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত স্মারক নং জা/গ/ক-১২৪ পেডে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন কে আহ্বায়ক ও তোফায়েল আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির নেতাদের পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এ কমিটির অনুমোদন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, মো. জহিরুল ইসলাম রিপন (সিনি:যুগ্ম আহবায়ক), মানবাধিকার কর্মী, সাংবাদিক, কর আইনজীবি,সিলেট, এম. গৌছুজ্জামান চৌধুরী (যুগ্ম আহবায়ক), সম্পাদক- নবীগঞ্জ দর্পন, হবিগঞ্জ, আক্তার হোসেন, (যুগ্ম আহবায়ক), সম্পাদক- সাপ্তাহিক ইউনানী কণ্ঠ,সিলেট, বাদল আহমেদ (যুগ্ম আহবায়ক), সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট, কামাল আহমদ (কার্যকরী সদস্য), বিশেষ প্রতিনিধি অন টিভি নিউজ,সিলেট, আর. কে. দাস চয়ন (কার্যকরী সদস্য), সম্পাদক: সাপ্তাহিক স্বপ্লীল সিলেট, আশাহদি আলী আশা (কার্যকরী সদস্য), স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত সকাল, নাজিম উদ্দিন (কার্যকরী সদস্য), সমাজসেবী ও মানবাধিকার কর্মী, সিলেট, ইসমাইল আলী টিপু (কার্যকরী সদস্য),স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের কন্ঠ,সিলেট।
কেন্দ্রীয় নেতার এক বিজ্ঞপ্তি জানান, জেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি স্থানীয় পর্যায়ের উন্নয়নে অংশীদারিত্ব থাকতে হবে। বড় বড় উন্নয়ন কাজে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা সেই লক্ষে সিলেট বিভাগের পুর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের ভেতরে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স