ঢাকা , সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ , ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখার উদ্বোধন

অমর চাঁদ গুপ্ত অপু ফুলবাড়ী, দিনাজপুর।
আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৮:১৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৮:১৬:০১ অপরাহ্ন
ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখার উদ্বোধন ছবি:ভয়েস প্রতিদিন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা নিয়ন্ত্রিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাটস্থ হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল। ব্যাংক চত্বরে আয়োজিত এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর মাদিলাহাট এজেন্ট মো. আব্দুল মজিদ সরদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. শরিফুল রহমান, ব্যাংক কর্মকর্তা মো. আশফাকুল রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাদিলাহাট এলাকার দুই শতাধিক অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ