ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তীতে নতুন ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মহামিলন মেলায় পরিণত
ছবি: ভয়েস প্রতিদিন
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) নেচে গেয়ে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
কলেজের নবীন ও প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে চোখে পড়ার মতো ছিল রজতজয়ন্তী উপলক্ষে পৌরশহরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি। দিনটিকে মাথায় হলুদ ক্যাপ, হাতে সাদা ব্যাগ আর ব্যান্ডপাটি বাজনার সুরের মূর্ছনায় নতুন পুরাতন ছাত্রীরা মিলন মেলায় সমবেত হয় শত সহস্র শিক্ষার্থী।
রজতজয়ন্তী উপলক্ষে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খুরশিদ আলম মতি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতেলর অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, সমাজসেবী সুদর্শন পালিত, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন অর্ধশত নবীন ও প্রাক্তণ শিক্ষার্থীসহ অভিভাবক।
শেষে রজত দেশের বর্ণাঢ্য শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গিত পরিবেশন করেন, চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন বিশ্বাস, ক্ষুদে গানরাজ স্মরণ, এছাড়াও অনুষ্ঠানের ফাকে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি পর্দশন করা হয়। সেইসাথে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র।
এদিকে রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় বর্ণাঢ্য ম্যাগাজিন 'স্পন্দন'। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে আছে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, স্থানীয় বিজ্ঞাপন, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি।
এদিকে রজতজয়ন্তী উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস। রংবেরঙের ফুলের বাহার, টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে সোন্দর্যমন্ডিত বিভিন্ন রঙের ছোট্ট প্রাচীর, কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা প্রবেশ করতেই একুরিয়ামে রংবেরঙের মাছ, পশ্চিমে পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, এর সামনে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা। নবীন- প্রবীণ শিক্ষার্থী, দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস।
রজতজয়ন্তীর উৎসব সম্পর্কে সহকারী অধ্যাপক যথাক্রমে এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সহকারী অধ্যাপক আবু হেনা মো. খাইরুল আনাম ও প্রদর্শক মোস্তাক আহম্মদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ধরনের ভূমিকা পালন করে। সবার সাথে সবার আত্মিক সম্পর্ক গঠনে অগ্রণী ভূমিকা রাখছে।
কলেজের উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম বলেন, কলেজ জীবনের স্মৃতি বিজড়িত রজতজয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। নবীন প্রবীণের মহামিলন মেলায় মেতেছে সকলে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে সারা ক্যাম্পাস জুড়ে।
কলেজ অধ্যক্ষ মো. খুরশিদ আলম বলেন, ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজটি ২৫ বছর পার হলেও বৈশ্বিক করোনার কারণে সে সময় রজত জয়ন্তী অনুষ্ঠান করা যায়নি বলে ৩০ বছরে এসে করতে হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স