১৫ বছর পর বিএনপির ছাত্র নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা।।
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৮-০২-২০২৫ ০৯:০৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৫ ০৯:২৯:৫৯ অপরাহ্ন
ছবি: ভয়েস প্রতিদিন
৮ই ফেব্রুয়ারি,রোজ শনিবার লন্ডন থেকে দুবাই ট্রানজিট হয়ে এমিরাত এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে সকাল ১০ টায় ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দরে এসে দেশের মাটিতে পা রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহব্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অরডিনটর। জনাব আবু নাসের শেখ।
২০১০ সালে অবৈধ হাসিনা সরকারের হামলা মামলার শিকার হয়ে, পলাতক অবস্হায় দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন বিএনপির এই ছাত্র নেতা।
এই উদিয়মান ছাত্র নেতার আগমন উপলক্ষে বিমান বন্দরের অপেক্ষা করেন
বিএনপির শতশত নেতাকর্মী ও তাঁর নিকট আত্মীয় স্বজনরা।
এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরন করেন।।
দৈর্ঘ্য ১৫ বছর লন্ডনে নির্বাসিত জীবন-যাপন এর পর (শনিবার,৮ই ফেব্রুয়ারি ২০২৫), স্বদেশে ফিরে আসেন ,জনাব আবু নাসের শেখ।। দেশের মাটিতে পা রেখেই তিনি সকলের উদ্দেশ্যে জানান, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অবৈধ সরকারের নিপিড়নে, বারবার নির্যাতনের শিকার শিকার হয় তাঁর লক্ষীপুর জেলার রামগঞ্জে নিজ পরিবারের সদস্যরা। ঘরবাড়ি, ভাংচুর সহ মামলা হামলা করা হয় তাদের উপর।এই হামলার শিকার থেকে রক্ষা পাইনি তার গর্ভধারিনী মা। তিনি আরো বলেন এই স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো সরব। তিনি আরো বলেন হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় আনতে অতি শিঘ্রই একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।তাই দ্রুত নির্বাচন দিয়ে দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা জরুরি।।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স