ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেডিকেল সেবার আয়োজন করেন ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০২:৩৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০২:৩৫:৫১ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেডিকেল সেবার আয়োজন করেন ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত ছবি: ভয়েস প্রতিদিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় দিনভর মেডিকেল সেবার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। আসনপ্রতি প্রতিযোগিতা করেন ৩৯ জন। তীব্র রোদে পুরান ঢাকার সরু রাস্তায় শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। জবিতে পরীক্ষা দিতে আসা অবিভাবক ও শিক্ষার্থীদের প্রাথমিক সেবা দিতেই এই আয়োজন করেন ছাত্রদল নেতা জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেন, আজ আমার জন্মদিন। আর আমিও যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুতরাং আমার আমার মূল কাজই হচ্ছে জনকল্যাণমূলক কিছু করা। আমার জন্মদিন উপলক্ষে ভিন্ন কিছু করার চিন্তা করছিলাম। সেই চিন্তা থেকেই ভাবলাম মেডিকেল হেল্প ডেস্ক এর কথা মাথায় আসে। তিনি আরও জানান, আপনারা দেখেছেন পূর্বের পরীক্ষাগুলোতে কি পরিমাণ অভিভাবক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাই আমার জন্মদিনে এমন একটি উদ্যোগ নিয়ে, শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিতে পেরে আমি খুবই আনন্দিত।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ