ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালিত

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৪১:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৪১:৫২ অপরাহ্ন
ফুলবাড়ীতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব পালিত
অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আজ শুক্রবার (৭ মার্চ) দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব পালন করা হয়েছে। দুপুরে সুজাপুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম বর্ধিত জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। এতে সহকারী অধ্যাপক ধীরেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সুজাপুর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, উপদেষ্টা ডা. নিরঞ্জন রায় প্রমুখ। শুরুতে ধর্মীয় পূজা-অর্চনাসহ হোমযজ্ঞ পরিচালনা করেন পুরোহিত সঞ্জীব চক্রবর্তী। সভা শেষে ধর্মীয় সংগীত অনুষ্ঠানসহ প্রসাদ বিতরণ করা হয়। এতে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীব বিভিন্ন বয়সি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ