দুর্ঘটনা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ আহত ৩
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৯-০৩-২০২৫ ০২:২৯:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৫ ০২:২৯:২৩ পূর্বাহ্ন
আল মামুন শিপন - লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমীরসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও প্রাইভেটকারের চালক জাকির হোসেন। চিকিৎসকরা জানিয়েছেন, রুহুল আমিনের বাম হাত ও ডান পা ভেঙে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতারা প্রাইভেটকারে করে লক্ষ্মীপুর থেকে রামগতি যাচ্ছিলেন। করইতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স