প্রতিবাদে লক্ষীপুরের শিক্ষার্থীরা
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-০৩-২০২৫ ১২:৫১:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৫ ১২:৫১:৫২ পূর্বাহ্ন
আল মামুন শিপন - লক্ষ্মীপুর:
সারাদেশে হওয়া ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
মিছিলটি শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, ধর্ষকের ডিএনএ টেস্ট করে আসামিকে শনাক্ত করা, ডিএনএ টেস্ট এবং সকল সাক্ষ্য প্রমাণ দ্রুত নিশ্চিত করে ৭ দিনের মধ্যে ধর্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যু নিশ্চিতের পর ধর্ষকের মরদেহ শহরের মূল পয়েন্টে ২৪ ঘণ্টার জন্য ঝুলিয়ে রাখাসহ চার দফা দাবি তোলেন।
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, রেদওয়ান হোসেন রিমন, মুরাদ বিন হারুন, সিয়াম আহমেদ প্রমুখ। বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স