ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

গানই আমার জিবন

সঙ্গীত আমার স্বপ্ন, সঙ্গীত আমার সাধনা,মৌসুমি হাসান

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৯:১১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৯:১১:৫৩ অপরাহ্ন
সঙ্গীত আমার স্বপ্ন, সঙ্গীত আমার সাধনা,মৌসুমি হাসান
বিনোদন রিপোর্ট: সঙ্গীত আমার স্বপ্ন,সঙ্গীত আমার সাধনা,ছোটবেলা থেকেই গানকে জিবনের চেয়ে ভালোবাসি। আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই। কথাগুলো উদীয়মান কণ্ঠশিল্পী মৌসুমি হাসানের। যিনি ইতিমধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সাথে দেশের বিভিন্ন জেলায় স্টেজ শোর মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এছাড়া বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ শিল্পকলা একাডেমিতে ও সুনামের সাথে গান করছেন। মৌসুমি হাসানের জন্ম ও বেড়ে উঠা ময়মনসিংহ জেলার সদর উপজেলায়। তিনি মাত্র সাত বছর বয়সে সঙ্গীতের হাতে খড়ি নেন স্থানীয় ওস্তাদ মোশাররফ চৌধুরীর হাত ধরে। ছোটবেলা থেকেই গান পাগল এই মানুষটি বিশেষ করে স্কুল জিবনে বিভিন্ন প্রোগ্রামে গান করে বেশ সুনাম কুড়িয়েছেন,তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন জনপ্রিয় কন্ঠশিল্পী হবেন। মৌসুমি হাসান বর্তমানে নিজের মৌলিক গান নিয়ে কাজ করছেন,খুব শিঘ্রই তার কন্ঠে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পাবে এমনটাই জানিয়েছেন এই শিল্পী। মৌসুমি হাসান স্টেজে গান করেছেন দেশ বরেণ্য অনেক কন্ঠশিল্পীদের সাথে,তাদের মধ্যে রয়েছেন কুদ্দুস বয়াতি,শফিমন্ডল,লায়লা,শাহনাজ বেলি,কালা মিয়া,রিজিয়া পারভিন সহ আরো অনেকে। গান নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে এই শিল্পী আরো বলেন,যতদিন বেঁচে আছি সঙ্গীতের সাথে থাকতে চাই,গানই আমার জিবন গানই মরন,গানের মাধ্যমে সারা বিশ্বে বিচরণ করতে চাই,সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ