সরকারী ভবণ নির্মাণে ম্যানেজারের কাছে চাঁদা দাবি ‘নির্দোষ’ ২৫ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৬-০৩-২০২৫ ১২:৪৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৫ ১২:৪৯:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি নির্মাণাধীন ভবনে কর্মরত ম্যানেজারের কাছে
চাঁদার টাকা চাওয়া ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ ২৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার খান্দারপাড়া বাজারে বিদ্যমান ঘটনায় এলাকাবাসীর মধ্যে এ বিষয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্য বলছে, মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে সরকারি মার্কেট নির্মাণে কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন ট্রেডার্স।
ম্যানেজার রুবেল মোল্লার সঙ্গে কাজের বিষয়ে খোজ নিতে এসে চাদা দাবি করেন খান্দারপাড়া গ্রামের ইলাহি শেখের দুই ছেলে সাহিদ শেখ এবং বরকত শেখ। চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। সাহিদের হাতে থাকা ছুরি দিয়ে ম্যানেজার রুবেলকে আঘাত করা হয় বলেও দাব্ িকরা হয়েছে।
এ ঘটনায় সাহিদের মামাতো ভাই একই গ্রামের লাবলু শেখের ছেলে ইয়াছিন বাধা দিলে, সাহিদ এবং বরকত ইয়াছিনকে বেধড়ক মারপিট করে। আহত ইয়াছিন রাজধানী ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া, আহত ইয়াছিনের মা মরিয়ম বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মূল আসামী সাহিদ শেখ এবং বরকত শেখকে বাদ দিয়ে নির্দোষ ২৫ জনকে আসামী করা হয়েছে।
সার্বিক বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন ট্রেডার্সের ম্যানেজার রুবেল মোল্যা জানান, মার্কেট ভবনের কাজ চলমান রয়েছে। সাইটের কিছু প্রয়োজনীয় মালামালসহ চুরি হয়। এই ঘটনায় স্থানীয় সাহিদ শেখ ও বরকত শেখ আমাকে মোবাইল ফোনে রডের ছবি দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। আমি তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সহিদ শেখ আমাকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় ইয়াছিন নামের এক লোক এসে বাঁধা দেয়। পরে সাহিদ শেখ ও তার আপন ভাই বরকত শেখ ইয়াছিনকে ছুরিকাঘাত করে আহত করে। এই ঘটনায় ইয়াছিনের মা বাদী হয়ে নির্দোষ ২৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। এটা অন্যায় করা করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে তারা বলছেন, সাহিদ শেখ একজন চাঁদাবাজ শ্রেণীর মানুষ। একাধিক মামলার আসামি । অন্যদিকে, ইয়াছিনও ডাকাতি ও হত্যা মামলায় ৬ বছর জেল খেটেছেন বলেও জানা যায়। উল্লেখিত মামলা নং ১০/২০০৬, তাং ৩১/০৫/২০০৬, যার বাদী দিগরগাতি গ্রামের ভোলানাথ।
ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন ট্রেডার্সের ম্যানেজার রুবেল মোল্যা জানান, মার্কেট ভবনের কাজ চলমান রয়েছে। সাইটের কিছু প্রয়োজনীয় মালামালসহ চুরি হয়। এই ঘটনায় স্থানীয় সাহিদ শেখ ও বরকত শেখ আমাকে মোবাইল ফোনে রডের ছবি দেখিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। আমি তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সহিদ শেখ আমাকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় ইয়াছিন নামের এক লোক এসে বাঁধা দেয়। পরে সাহিদ শেখ ও তার আপন ভাই বরকত শেখ ইয়াছিনকে ছুরিকাঘাত করে আহত করে। এই ঘটনায় ইয়াছিনের মা বাদী হয়ে নির্দোষ ২৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। এটা অন্যায় করা করা হয়েছে।
উল্লেখ্য- এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে ২জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার এস আই আব্দুল হাকিম বলছেন, এ পর্যন্ত কোন আসামী আটক হয়নি। আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশেদীর সাথে আলাপকালে তিনি বলেন ভবনটি এলজিইডির তবে এ ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নাই। এছাড়া ঠিকাদার কোন কিছু জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এবাদতের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স