মুকসুদপুরে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২০-০৩-২০২৫ ০১:২৮:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৫ ০১:২৮:২৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলম মোল্যার ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাহিরবাগ গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
এ সময় তিনি উল্লেখ করেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ বছর ধরে প্রতিপক্ষ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য রুবায়েত হোসেন, একই গ্রামের আইউব আলী মিয়ার ছেলে মহিদ মিয়া, তৌহিদ মিয়া, বারেক মিয়ার ছেলে পান্নু মিয়া, নিখিল দাসের ছেলে নিমাই দাসদের সাথে শত্রুতা চলে আসছে।
গত ১৩ মার্চ আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে প্রতিপক্ষের লোকেরা নানা ভাবে চক্রান্ত করে৷ তারা বিভিন্নভাবে ফন্দি আটতে থাকে সুযোগ বুঝে এহেন কাজ করতে। ঘটনার দিন ভোর রাতে একদল লোক সন্ত্রাসী কায়দায় আমার ওপর আক্রমণ করে মাথায় আঘাত করে।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আমি কাশিয়ানি সেনা ক্যাম্পে একটি অভিযোগ করলেও পরের দিন সকালে মিমাংসা করার মর্মে অপেক্ষা করি। তবে প্রতিপক্ষ তার অপেক্ষা না করেই হঠাৎ আক্রমণ করে আমাকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে এ আঘাত করে।
বর্তমানে আমিও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি। যে কোন সময় আমাদেরকে হত্যা করা হতে পারে।
এ বিষয় একজন ভুক্তভোগী হিসেবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি এ ঘটনার দ্রুত বিচার দাবী করছি।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স