ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

দরদী কন্ঠের বাউল সাজু

সময়ের জনপ্রিয় শিল্পী বাউল সাজু মন্ডল

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০১:০৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০১:০৭:৫৮ পূর্বাহ্ন
সময়ের জনপ্রিয় শিল্পী বাউল সাজু মন্ডল
বিনোদন রিপোর্ট: বগুড়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল সাজু মন্ডল। যার স্টেজে গান গাওয়া মানেই ফোক ও বাউল গানের মূর্চ্ছনা,হাজারো মানুষের করতালিতে যিনি প্রতিনিয়ত ভালোবাসা কুড়ান তার নাম বাউল সাজু মন্ডল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বেলা থেকে গান করে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বর্তমানে নিজের মৌলিক গান সহ সারাদেশের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করছেন তিনি। ছোট বেলায় নিজের বাবা এস এম সিরাজুল ইসলামের কাছে গানের তালিম নিয়েছেন সাজু এবং ৬/৭ বছর বয়স থেকে বিভিন্ন প্রোগ্রামে গান করেছেন নিয়মিত। বাউল সাজু মন্ডলের পুরো নাম এস এম সুলতানুজ্জামান,তার জন্ম ও বেড়ে ওঠা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। ২০০৪ইং সালে আমার সুখ এলবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন বাউল সাজু। তিনি গীতিকার আব্দুল জলিলের লেখা ও সুর সহ অনেকের লেখা সুরে গান করেছেন। এপর্যন্ত প্রায় ১৫টি মৌলিক গান করেছেন, এই ঈদে ও বেশ কয়েকটি গান নিয়ে দর্শকশ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। গানগুলো লিখেছেন ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী,শাহরিয়ার শাওন এবং সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন পূর্ণ মিলন। বাউল সাজু মন্ডলের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ঘুমটা দিয়ে কেন মুখটি তুমি ঢাকো, সারা রাত জেগে কুসুম ও আমার এ গানগুলো কেউ না শুনতে পেল উল্লেখযোগ্য। গান নিয়ে স্বপ্ন ও বাস্তবতার গল্প জানতে চাইলে সাজু বলেন, যেহেতু আমার গুরুজী আমার বাবা। তার হাতেই আমার গানের সুর পাওয়া। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সুরের সাধনা করে যাব গান গেয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার গুরুকে আমি গানের সুরে খুজে পাই।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ