গান ই আমার জিবন
সঙ্গীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই,ইমা
বিনোদন রিপোর্টার
আপলোড সময় :
১০-০৪-২০২৫ ১০:১২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৪-২০২৫ ১০:১২:৩৪ অপরাহ্ন
বিনোদন রিপোর্টঃ
সঙ্গীত আমার স্বপ্ন ও সাধনা,যতদিন বেঁচে আছি সঙ্গীতের সাথে থাকতে চাই। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সঙ্গীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
কথাগুলো সময়ের সুপরিচিত মুখ কন্ঠশিল্পী আফসানা ইমার। যিনি ইতিমধ্যে নিজের বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করা সহ স্টেজশো ও টেলিভিশন শোতে বেশ সুনাম কুড়িয়েছেন।
মাত্র দশ বছর বয়স থেকে গানের সাথে যুক্ত হওয়া এই শিল্পীকে পরিবারের সবাই ইমা নামে ডাকলেও সংগীতে আসার পর আফসানা ইমা নামে বর্তমানে তিনি পরিচিতি পেয়েছেন।
গানের শুরুতেই ইমার বাবার গানের প্রতি বেশ আপত্তি থাকলে ও বর্তমানে ইমার সাফল্য দেখে বাবা সহ পরিবারের সবার পূর্ণ সমর্থন ও অনুপ্রেরণা নিয়ে বর্তমানে এগিয়ে চলছেন তিনি।
ইমার জন্ম ও বেড়ে উঠা নরসিংদী জেলার শিবপুর থানার নৌকাঘাটা গ্রামে। আফসানা ইমার গানের প্রথম হাতেখড়ি হয় স্থানীয় ওস্তাদ প্রয়াত মহরম আলীর হাত ধরে।পরবর্তীতে শিবপুর উপজেলার ত্রিধারা নামক একটি একাডেমিতে গানের তালিম নেন তিনি।
এছাড়া নিজের খালামনির অনুপ্রেরণায় নরসিংদী জেলার সুপরিচিত ওস্তাদ আসাদুজ্জামান আসাদ স্যার এর কাছে ক্লাসিক্যাল সহ সব ধরনের গানের তালিম নেন তিনি।
২০১৭ইং সালে 'আমায় বুঝে নিস' শিরোনামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন ইমা,গানটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় শিল্পী পূর্ণ মিলন। গানটি লিখেছেন ও সুর করেছেন এস রুহুল।
ইমার কন্ঠে এপর্যন্ত প্রায় ২৯টি মৌলিক গান প্রকাশ পেয়েছে। এছাড়া সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন,কাজী শুভ সহ বেশ কয়েকজন শিল্পীর সাথে ও গান করেছেন তিনি। এবং অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে আরো ২০টি মৌলিক গান। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে এমনটাই জানিয়েছেন এই শিল্পী।
চলতি ঈদে ও নিজের লেখা ও সুরে 'খবর নিলি না' শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে। গানের ব্যাস্ততার পাশাপাশি সরকারি সংগীত কলেজে 'লোক সংগীত' বিভাগে অনার্স তৃতীয় বর্ষে পড়ছেন তিনি।
গান নিয়ে স্বপ্ন কি জানতে চাইলে আফসানা ইমা বলেন,গান নিয়ে অনেকদূর যেতে চাই,গানের মাঝে আমি নিজেকে খুজে পাই। যতদিন দেহে আছে প্রাণ আমি গেয়ে যাবো বাংলা গান। আমি বিশেষ ভাবে বলতে চাই সঙ্গীতে আমার এতদূর আসার পেছনে যাদের অবদান রয়েছে সবার প্রতি আমার একজিবন কৃতজ্ঞতা ও ভালোবাসা।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স