ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

আসছে মৌলিক নতুন গান

আসছে পূর্ণ মিলন মেঘলা জুটির গান ধন্য বলি তারে

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৫:১৩:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৫:১৩:২২ অপরাহ্ন
আসছে পূর্ণ মিলন মেঘলা জুটির গান ধন্য বলি তারে
বিনোদন রিপোর্টঃ সাম্প্রতিক কালে হালের সফল জুটি পূর্ণ মিলন ও মেঘলার বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তারই ধারাবাহিকতায় এবার আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর লেখা ও সুরে চমৎকার একটি মৌলিক গান। গানটির শিরোনাম ধন্য বলি তারে। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন মোশাররফ হোসেন সেতু,খুব শিঘ্রই গানটি মেঘলা সিঙার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। উল্লেখ্য এর আগে এই জুটির বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, সর্বমোট ৫০টি গানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এই জুটির, এর মধ্যে অন্যতম একটি গান ধন্য বলি তারে গানটি। জানতে চাইলে পূর্ণ মিলন বলেন, আমাদের ৫০ টি ডুয়েট গানের প্রজেক্ট শুরু করেছি। তার মধ্যে ১০ টির মতো গান রেকর্ড হয়েছে কিছু রিলিজ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে. ধন্য বলি তারে , ঝাল মিষ্টি , কেমন জানি লাগে সহ আরও অনেক গান। তিনি আরো বলেন, এর মধ্যে বেশীরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় প্লাবন কোরেশী দাদা। এই সমস্ত গান বিভিন্ন কোম্পানি থেকে রিলিজ হয়েছে , এবং পর্যাক্রমে সামনে আরও প্রকাশিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ