গানই আমার প্রাণ
গান আমার রক্তে মিশে আছে,কণ্ঠশিল্পী হোসেন সিকদার
বিনোদন রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৫-২০২৫ ০৫:২৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৫ ০৫:২৩:৪০ অপরাহ্ন
বিনোদন রিপোর্টঃ
ছোট বেলা থেকেই গান পাগল এক মানুষ আমি, সঙ্গীতের সাথে আমৃত্যু আছি থাকবো,গান গেয়ে সারা বিশ্বের মানুষের ভালোবাসা কুড়াতে চাই। কথাগুলো কণ্ঠশিল্পী হোসেন সিকদারের,যিনি ইতিমধ্যে স্টেজশো ও মৌলিক গানে বেশ সুনাম কুড়িয়েছেন।
হোসেন সিকদারের পুরো নাম মোঃ হোসেন সিকদার,তার জন্ম ও বেড়ে ওঠা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। ছোট বেলা থেকেই গান করা এই মানুষটিকে এলাকার মানুষ গানপাগল হোসেন হিসেবেই চিনেন। ছোট থেকে গ্রামের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন তিনি।
হোসেন সিকদারের গানের প্রথম হাতে খাড়ি হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ আবুল সরকারের হাত ধরে,এছাড়া মাত্র ১১বছর বয়স থেকেই সঙ্গীতের সাথে পথচলা শুরু করেন এই কণ্ঠশিল্পী।
কোন বাগিচার ফুল তুমি এলাবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন হোসেন সিকদার, এছাড়া বেশ কয়েকটি কাভার গান প্রকাশিত হয় তার কন্ঠে।
হোসেন সিকদার গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবুল সরকার, আখি সরকার, আলেয়া বেগম, জহির পাগলা আরো অনেক শিল্পীদের সাথে।
বর্তমানে নিজের মৌলিক গান ও স্টেজশো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তিনি,খুব শিঘ্রই বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদর্শকদের সামনে হাজির হবেন তিনি।
গান নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে কণ্ঠশিল্পী হোসেন সিকদার বলেন, সঙ্গীতকে মনেপ্রাণে ধারন করেছি,গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না,তাই যতদিন বেঁচে আছি গান গেয়ে যাবো। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স