ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

বিশাল আহমেদ ফরহাদ পরিচালিত

আসছে কামরুল হাসান সোহাগের কথায় 'বলবো কাকে দুটো মনের কথা' 

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
আসছে কামরুল হাসান সোহাগের কথায় 'বলবো কাকে দুটো মনের কথা' 
মোঃ ফরহাদ আলী/ স্টাফ রিপোর্টারঃ শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় ও বিশাল আহমেদ ফরহাদের পরিচালিত মিউজিক্যাল ফিল্ম:বলবো কাকে দুটো মনের কথা । ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ বৃষ্টির খেলায় প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে চলছে মানুষের নাগরিক আর্তনাদ। বলবো কাকে দুটো মনের কথা ।  LSB TV এর প্রযোজনায় বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে সরল কবি গীতিকার : কামরুল হাসান সোহাগের কথায়,শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে,স্বর্গের কন্ঠে গানঃ বলবো কাকে দুটো মনের কথা। এই শিরোনামের গানের এর মিউজিক্যাল ফিল্ম শুটিং শেষ হয়েছে। এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চলচ্চিত্র নায়ক, হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল অভিনেত্রী, নাজনীন, সাথী,লুৎফর, সহ আরো অনেকে। গানের প্রসঙ্গে কবি গীতিকার, কামরুল হাসান সোহাগ বলেন। গল্প,গান,উপন্যাস,লেখতে আমার ভালো লাগে, অট্টালিকার এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায় নয় ।একটা সময় সব কিছুই বিলিন হয়ে যায়। আর মানুষকে বাঁচিয়ে  রাখে তার যোগ্য কর্মে। আমিও হয়তো একদিন চলে যাবো নাফেরার দেশে। তবে সৃতি রেখে যেতে চাই মানুষের হৃদয়ে।  গান প্রসঙ্গে নির্মাতা পরিচালক বিশাল আহমেদ ফরহাদ  যা বলেন  সরল কবি, কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গান বলবো কাকে দুটো মনের কথা,  গানটি শোনার পরে আমার ভালো লাগেছে মনে হয়েছে বহুদিন পর একটা ভালো মানের গান শুনলাম, তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার একটা প্রেমের গল্প দৃশ্যায়ন করে দর্শকদের মনে একটু যায়গা করে নিতে। 

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ