ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

সাড়ে ৭ হাজার নতুন চেয়ার বসছে শের-ই-বাংলায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
আপলোড সময় : ১৫-০১-২০২৪ ০১:৫২:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১২:২১:৪৬ পূর্বাহ্ন
সাড়ে ৭ হাজার নতুন চেয়ার বসছে শের-ই-বাংলায় সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে ঢেলে সাজানো হচ্ছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বসানো হচ্ছে নতুন চেয়ার। এ ছাড়া বিভিন্ন জায়গা সৌন্দর্য্যবর্ধনের কাজ চলছে। 

দেশের মূল স্টেডিয়াম এটি। অথচ ২৫ হাজার আসনের এই স্টেডিয়ামের বিভিন্ন অংশের আসন ভাঙা। বিশেষ করে স্টেডিয়ামের উত্তর-দক্ষিণ ক্লাব হাউস ও পূর্ব গ্যালারির আসন বেশি ভাঙা। এই দুই অংশে বসানো হবে সাড়ে ৭ হাজার চেয়ার। 

১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। তার আগেই স্টেডিয়ামে নতুন চেয়ার বসানো হবে বলে  যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন বলেছেন, ‘পূর্ব গ্যালারিতে সাড়ে তিনশ’র মতো চেয়ার বসানো হবে। মূল সমস্যা উত্তর ও দক্ষিণের ক্লাব হাউস গ্যালারিতে। সেখানের ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন চেয়ার বসানো হবে।’


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ