মৌলিক গান
হরিবল টিভিতে আসছে ডলি মন্ডলের 'মানব জনম আর হবে না'
বিনোদন রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৯-২০২৫ ০৯:৩১:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৫ ০৯:৩১:৩২ অপরাহ্ন
বিনোদন রিপোর্ট:
হরিবল টিভির প্রযোজনায় আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি মন্ডলের নতুন মৌলিক গান। চমৎকার কথামলার গানটির শিরোনাম মানব জনম আর হবেনা।
গানটি লিখেছেন হালের ব্যস্ততম জনপ্রিয় গীতিকার সজীব অধিকারী। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার এস কে শানু, সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় কম্পোজার এইচ আর লিটন।
চমৎকার কথার গানটি মিউজিক ভিডিও আকারে হরিবল টিভি ইউটিউব চ্যানেলে আসছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রকাশ পাবে। এমনটাই জানিয়েছেন হরিবল টিভি কর্তৃপক্ষ।
মিউজিক ভিডিওটিতে ক্যামেরা,ড্রোন পরিচালনা ও এডিট করেছেন জীবন চন্দ্র দাস এবং কাজটিতে লাইন প্রোডিউসার হিসেবে আছেন রানা খান।
রূপসজ্জায় ছিলেন মুন্না এবং লাইটিং এ ছিলেন আল আমিন। পোস্টার ডিজাইনে ছিলেন এস এম মিজানুর রহমান।
গানটির প্রসঙ্গে জানতে চাইলে, জনপ্রিয় সুরকার এসকে শানু বলেন, গানটির কথা অসাধারণ, এবং ডলি মন্ডলও খুব ভালো গেয়েছে, ডলি মন্ডলের জীবনের জন্য একটি ভালো গান এটি। সজিব দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দিয়ে গানটি সুর করানোর জন্য। আশা করছি গানটি সবার প্রশংসা কুড়াবে।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ডলি মন্ডল বলেন, মানব জনম আর হবে না গানটি দারুন কথামালা ও সুরের একটি গান। গানটি গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সজিব দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দিয়ে গানটি গাওয়ানোর জন্য। আশা করছি গানটির সবার ভালোবাসা কুড়াবে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স