ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ফাইটার: শুটিংয়ের জন্য ৫০০ শতাংশ জায়গায় কৃত্রিম শহর নির্মাণ

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ১৫-০১-২০২৪ ০২:১৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১২:১৬:৫৪ পূর্বাহ্ন
ফাইটার: শুটিংয়ের জন্য ৫০০ শতাংশ জায়গায় কৃত্রিম শহর নির্মাণ সংগৃহীত
বলিউড অভিনেতা হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে বিমান হামলার দৃশ্য বাস্তবধর্মী করে চিত্রায়ন করা হয়েছে। এজন্য ৫০০ শতাংশ জায়গায় তৈরি করা হয় কৃত্রিম শহর।

একটি সূত্র মিড-ডেকে বলেন, ‘পরিচালক শুরু থেকেই বাস্তব বিমান হামলার মতো চেয়েছেন। আর্ট ডিপার্টমেন্ট বাস্তব বিমান হামলার ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে সৃজনশীল পরিবর্তন করেছেন। তুষারে ঢাকা শহরে বিমান হামলার চিত্রায়ন করেছে, যেখানে শত্রু পক্ষের সুবিধা রয়েছে।’

৫০০ শতাংশ জায়গায় সেট নির্মাণের বিষয়ে সূত্রটি বলেন, ‘এজন্য তারা মুম্বাইয়ের যোগেশ্বরীর এসআরপিএফ গ্রাউন্ডে ৫০০ শতাংশ জায়গায় একটি কৃত্রিম শহর তৈরি করা হয়। সেখানে ক্লোজ শট নেয়।

এক্ষেত্রে পানির সঙ্গে এক ধরনের ক্যামিকেল ব্যবহার করে, যাতে তুষার তৈরি হয়। ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য প্রোডাকশন ডিজাইন টিম পানির সঙ্গে লবণ ব্যবহার করে তুষার তৈরি করে। সেটটি তৈরি করতে এক মাস সময় লেগেছে।’

অ্যাকশন দৃশ্যে ব্যবহৃত বিমান প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘২০২৩ সালের এপ্রিলে সিদ্ধার্থ এসব অ্যাকশন দৃশ্যের শুটিং করেন। এসব দৃশ্যে হৃতিক তার টিমকে নেতৃত্ব দেন। অ্যাকশ দৃশ্যে ব্যবহৃত হয়েছে পিলাটাস ট্রেইনার এয়ারক্রাফট, সুখিও সু লাইন এয়ারক্রাফট, মিরাজ ২০০০। প্রতিটি বিমানের ডিজাইন করতে ১৫-২০ দিন সময় লেগেছে।’

বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ