‘এক চীন’ নীতির প্রতি সমর্থন বাংলাদেশের
আপলোড সময় :
১৬-০১-২০২৪ ১১:১১:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-০১-২০২৪ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন
সংগৃহীত
বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘এক চীন’ নীতির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে একথা জানায়।
পোস্টে বলা হয়েছে, ‘তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে।’ এতে আরও বলা হয়, ঢাকা জাতিসংঘ সনদের চেতনায় এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স