ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-০১-২০২৪ ০৮:৪১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০১-২০২৪ ০৮:৪১:৩২ অপরাহ্ন
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা
সারা দেশে চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
 
আজ মঙ্গলবার অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে আরেক চিঠিতে ১৭ ডিগ্রির কথা বলা হলেও তা বাতিল করে পুনরায় দশ ডিগ্রির কথা
চিঠিতে বলা হয়েছে, এতে বলা হয় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখবেন।
 
এতে আরও বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
 
আবহাওয়ার পূর্বাভাস ও বর্তমান তথ্য সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর থেকে জেনে নিতে হবে।আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
​​

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ